HtmlSanitizer+SanitizeResult
নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

১৯ এপ্রিল, ২০২৪ লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৪২৮টি ভোট গ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা
কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সংসদীয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন ৩৪ জন প্রার্থী

Posted On: 08 APR 2024 2:57PM by PIB Kolkata

কলকাতা, ০৮ এপ্রিল, ২০২৪ 

 

লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৪২৮টি ভোট গ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। এই পর্বে ১৯ এপ্রিল, ২০২৪ তারিখে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে ভোট নেওয়া হবে। আলিপুরদুয়ারে সর্বোচ্চ সংখ্যক, ২৩০টি ভোট গ্রহণ কেন্দ্র হবে মহিলা পরিচালিত। জলপাইগুড়িতে এই সংখ্যাটি ১৩৮। কোচবিহারে ৬০টি ভোট গ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। 


কোচবিহার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৫৯৩। আলিপুরদুয়ার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে এই সংখ্যা ১৭ লক্ষ ৭৩ হাজার ৪১৫। জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে ভোটদাতা ১৮ লক্ষ ৮৫ হাজার ৭৯২ জন। তিনটি সংসদীয় কেন্দ্র মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৮৮৪। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন মোট ৩৪ জন প্রার্থী। নির্বাচন কমিশন এই রাজ্যে ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং – এর নির্দেশ দিয়েছে।
PG/AC /SB



(Release ID: 2017496)


Read this release in: English