• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Economy

২০২৫-এর অক্টোবরে জিএসটি সংগ্রহে রেকর্ড বৃদ্ধি

Posted On: 03 NOV 2025 15:24 PM

০৩ নভেম্বর, ২০২৫

 

গুরুত্বপূর্ণ বিষয়

২০২৫ সালের অক্টোবর মাসে মোট জিএসটি সংগ্রহ করা হয়েছে ১,৯৫,৯৩৬ কোটি টাকা।

অক্টোবর ২০২৪ এক-ই সময়ের তুলনায় অক্টোবর ২০২৫ -এ  মাসিক ৪.৬% বৃদ্ধি।

দেশের মোট জিএসটি রাজস্ব ২.০% বৃদ্ধি পেয়েছে, যা অক্টোবর ২০২৪-এ ১,৪২,২৫১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে অক্টোবর ২০২৫-এ ১,৪৫,০৫২ কোটি টাকা হয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে মোট পণ্য ও পরিষেবা কর অর্থাৎ, জিএসটি রাজস্ব আদায় হয়েছে ১,৯৫,৯৩৬ কোটি টাকা, যা গত বছরের একই মাসের ১,৮৭,৩৪৬ কোটি টাকার তুলনায় ৪.৬% বৃদ্ধি নথিভুক্ত করেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরের শেষের দিকে জিএসটির হারে সংস্কার আসায় জিএসটি সংগ্রহে এই বৃদ্ধি উৎসবের মরশুমে অবিচ্ছিন্নভাবে গ্রাহকের চাহিদার  ইঙ্গিত দেয়। অক্টোবর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত বার্ষিক বৃদ্ধি ৭.৮% ধরা হয়েছে, যা অক্টোবর ২০২৪-এর ৯,৬৫,১৩৮ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে অক্টোবর ২০২৫-এ ১০,৪০,০৫৫ কোটি টাকা হয়েছে।

মাসিক মোট দেশীয় রাজস্ব  অক্টোবর ২০২৪-এর ১,৪২,২৫১ কোটি টাকা থেকে ২% বৃদ্ধি পেয়ে অক্টোবর ২০২৫-এ ১,৪৫,০৫২ কোটি টাকা হয়েছে। অন্যদিকে, আমদানি থেকে প্রাপ্ত মোট জিএসটি রাজস্বে ১২.৯% বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে, যা মজবুত বাণিজ্য কার্যকলাপের প্রতিফলন (দেখুন সারণি ১)।

সারণি ১: ৩১/১০/২০২৫ তারিখ পর্যন্ত জিএসটির মোট  এবং নেট সংগ্রহ (পরিমাণ কোটি টাকায়)

মোট জিএসটি ফেরতের  মাসিক শতাংশ বৃদ্ধি পেয়েছে ৩৯.৬%, যার মধ্যে অভ্যন্তরীণ আয়ের পরিমাণের বৃদ্ধি ২৬.৫% এবং আমদানিকৃত পরিমাণের বৃদ্ধি ৫৫.৩%। এই বৃদ্ধি অক্টোবর ২০২৪-এর ১০,৪৮৪ কোটি টাকা থেকে অক্টোবর ২০২৫-এ ১৩,২৬০ কোটি টাকা এবং ৮,৮০৮ কোটি টাকা থেকে ১৩,৬৭৫ কোটি টাকা হয়েছে। অক্টোবর ২০২৫-এ মোট নিট জিএসটি রাজস্বের পরিমাণ হয়েছে ১,৬৯,০০২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ১,৬৮,০৫৪ কোটি টাকার তুলনায় ০.৬% বেশি (মাসিক বৃদ্ধি) এবং ৭.১% বেশি (বার্ষিক বৃদ্ধি)।

২০২৫–২৬ অর্থবর্ষে শক্তিশালী, অনবদ্য কর্মক্ষমতা

ভারতীয় অর্থনীতির এই  কর্মক্ষমতা ভারতের অভ্যন্তরীণ গ্রহণক্ষমতার স্থিতিস্থাপকতা এবং জিএসটি  ব্যবস্থার অধীনে ক্রমবর্ধমান কর-ভিত্তিকে  প্রদর্শন করে। অক্টোবর ২০২৫-এর জিএসটি সংগ্রহের বিভাজন তারই সাক্ষ্য বহন করে (দেখুন সারণি ২)।

সারণি ২: জিএসটি  সংগ্রহ, অক্টোবর ২০২৫: একটি সংক্ষিপ্ত চিত্র 

রাজ্যভিত্তিক পরিস্থিতি

এটি প্রশংসনীয় যে, একাধিক শিল্প ও পরিষেবা-ভিত্তিক রাজ্য অক্টোবর ২০২৪-এর তুলনায় জিএসটি  সংগ্রহে দৃষ্টান্তমূলক বৃদ্ধি দেখিয়েছে (দেখুন সারণি ৩)।

মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু এবং হরিয়ানা একসঙ্গে মোট জিএসটি রাজস্বে ৪০%-এরও বেশি অবদান রেখেছে, যা অন্যতম গ্রহণযোগ্যতা এবং  প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে তাদের ভূমিকাকে তুলে ধরে।

সারণি-৩ এ অক্টোবর ২০২৫ চলাকালীন রাজ্যভিত্তিক জিএসটি রাজস্ব বৃদ্ধির প্রবণতা দেখানো হয়েছে (এতে পণ্য আমদানির উপর জিএসটি অন্তর্ভুক্ত নয়)। সারণি-৪ এ অক্টোবর ২০২৫ মাস পর্যন্ত রাজ্যভিত্তিক প্রাক্-নিষ্পত্তি  এবং নিষ্পত্তি-পরবর্তী  জিএসটি রাজস্বের পরিমাণ কোটি টাকায় দেখানো হয়েছে। উল্লেখ্য যে, নিষ্পত্তি-পরবর্তী জিএসটি হল রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজস্ব জিএসটি রাজস্ব এবং সেই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিষ্পত্তি হওয়া আইজিএসটি-এর এসজিএসটি  অংশের সম্মিলিত যোগফল।

সারণি ৩: অক্টোবর, ২০২৫-এর জিএসটি রাজস্বের রাজ্যভিত্তিক বৃদ্ধি।

সারণি-৪: অক্টোবর, ২০২৫ মাস পর্যন্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিষ্পত্তি হওয়া এসজিএসটি ও আইজিএসটির এসজিএসটি অংশ (পরিমাণ কোটি টাকায়)

উপসংহার
অক্টোবর ২০২৫ এর জিএসটি  রাজস্ব সংগ্রহ অবিচ্ছিন্নভাবে আর্থিক স্থিতিস্থাপকতা, শক্তিশালী উৎসবের গ্রহণযোগ্যতা এবং কার্যকর সম্মতিকে প্রতিফলিত করে।

আমদানি-সম্পর্কিত জিএসটিতে স্বাস্থ্যকর বৃদ্ধি উৎসাহী বাণিজ্যের মনোভাবের ইঙ্গিত দেয়, অন্যদিকে অভ্যন্তরীণ সংগ্রহগুলি অবিরাম অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। সামগ্রিকভাবে, এই ঊর্ধ্বমুখী প্রবণতা সুস্থায়ী গ্রহণক্ষমতার পুনরুদ্ধার বিস্তৃত করছে এমন কর-ভিত্তি এবং শক্তিশালী আর্থিক স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে, যা ২০২৫-২৬ অর্থবর্ষের বাকি সময়ের জন্য ভারতকে একটি স্থিতিশীল গতিপথে স্থাপন করেছে।

তথ্যসূত্র:

PIB Press Release

Click here to see PDF

 

SSS/AS.....

(Factsheet ID: 150455) Visitor Counter : 4


Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate