স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য
Posted On:
05 DEC 2021 9:25AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৫ই ডিসেম্বর, ২০২১
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১২৭ কোটি ৬১ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৯৯হাজার ১শো ৫৫ জন।
মোট সংক্রমিতের ১ শতাংশের কম, মাত্র ০.২৯ শতাংশ এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৩৫ শতাংশ।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬ হাজার ৯শো ১৮ জন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৭৭৪ জন।
গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮শো ৯৫ জন।
দৈনিক সংক্রমিতের হার গত ৬২দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৭৩ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমিতের হার ২১ দিন ধরে ১ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ০.৮ শতাংশ।
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ কোটি ৭২ লক্ষ।
CG/CB/SFS
(Release ID: 1778223)
Visitor Counter : 132