প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের স্বনির্ভরতা এবং বৃদ্ধির পথ শীর্ষক একটি নিবন্ধ শেয়ার করে নিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 13 OCT 2025 12:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর একটি নিবন্ধ শেয়ার করেছেন। তাতে তুলে ধরা হয়েছে মাত্রা, দক্ষতা এবং আত্মনির্ভরতার মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে ভারতের লাগাতার নির্দিষ্ট পদক্ষেপ। 
নিবন্ধে শ্রী হরদীপ সিং পুরী লিখেছেন যে, যখন উন্নত দেশগুলি পিছু হটছে তখন ভারত অন্য পথে এগোচ্ছে যা চালিত হচ্ছে সংস্কার, ডিজিটাল উদ্ভাবন এবং তারুণ্যে ভরা কর্মশক্তি নিয়ে – যেগুলি বিশ্বের গ্রোথ ইঞ্জিন হিসেবে দেশের উত্থানকে শক্তি জোগাচ্ছে। 

নিবন্ধটি শেয়ার করে নিয়ে প্রধানমন্ত্রীর দফতর এক্স-এ পোস্ট করেছে; 
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @HardeepSPuri  তুলে ধরেছেন যে, যখন উন্নত দেশগুলি পিছু হটছে তখন ভারত মাত্রা, দক্ষতা এবং স্বনির্ভরতার মাধ্যমে অন্য পথ ধরে এগিয়ে যাচ্ছে। তিনি লিখেছেন যে, সংস্কার, ডিজিটাল উদ্ভাবন এবং তারুণ্যে ভরা কর্মশক্তি বিশ্বের গ্রোথ ইঞ্জিন হিসেবে ভারতের উত্থানকে শক্তি জোগাচ্ছে।
https://indianexpress.com/article/opinion/columns/developed-world-is-building-walls-indias-answer-lies-in-scale-skill-and-self-reliance-10303095/ via NaMo App”

 

 SSS / AP /AG


(Release ID: 2178464) Visitor Counter : 5