ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন বিভাগের সচিব পশ্চিমবঙ্গে খাদ্য ও গনবন্টন কর্মসূচির বাস্তব রূপায়ন পর্যালোচনা করলেন

Posted On: 13 OCT 2025 6:04PM by PIB Kolkata

কলকাতা, অক্টোবর ১৩, ২০২৫ 

 

আজ কলকাতায় কেন্দ্রের খাদ্য ও গণবন্টন বিভাগের সচিব শ্রী সঞ্জীব চোপড়া পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে বসেন। এই বৈঠকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের কার্যনির্বাহী অধিকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মনোজ কুমার গগৈ (অবসরপ্রাপ্ত) এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের  বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পর্যালোচনা বৈঠকে সচিব শ্রী চোপড়া খাদ্যশস্য সংগ্রহ, মজুত এবং বিতরণের দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য-সহ খাদ্য ও গণবন্টন বিভাগের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির বাস্তব রূপায়নের অগ্রগতি খতিয়ে দেখেন।

এই বৈঠকে নাগরিকদের সুবিধার জন্য সকল খাদ্য বন্টন ও কল্যাণমূলক প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নে ভারত সরকারের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।


***

SSS/AS.


(Release ID: 2178605) Visitor Counter : 23
Read this release in: English