Farmer's Welfare
“নীল অর্থনীতির প্রসার : এক নজরে ভারতের মৎস্যচাষ ক্ষেত্র”
Posted On:
23 AUG 2025 9:37AM
২৩ আগষ্ট, ২০২৫
গুরুত্বপূর্ণ কিছু বিষয়
ভারতে মৎস্য উৎপাদনের পরিমাণ ২০১৩-১৪-র ৯৬ লক্ষ টন থেকে ১০৪ শতাংশ বেড়ে ২০২৪-২৫-এ ১৯৫ লক্ষ টন হয়েছে।
অভ্যন্তরীণ জলাশয়গুলিতে মাছের উৎপাদন ওই একই সময়ে ৬১ লক্ষ টন থেকে ১৪২ শতাংশ বেড়ে হয়েছে ১৪৭.৩৭ লক্ষ টন।
২০২৫-এর ২২জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় মোট ২১,২৭৪.১৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫-এর এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা বাবদ ১১.৮৪ কোটি টাকা মঞ্জুর হয়েছে।
২০২৫-এর আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য চাষ ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন ২৬লক্ষ মৎস্যজীবী ও উদ্যোগপতি।
২০২৫-এর ২৯ জুলাই পর্যন্ত মৎস্য চাষ দপ্তর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বিভিন্ন প্রকল্পে ২১০.৪৬ কোটি টাকার সহায়তা দিয়েছে।
২০২৫-এর জুন পর্যন্ত মৎস্যচাষীদের হাতে ৪.৭৬ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে- এবাবদ দেওয়া হয়েছে ৩,২১৪.৩২ কোটি টাকা।
মাছ উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়।
২০২৫-২৬ -এর বাজেটে মৎস্য চাষ ক্ষেত্রে রেকর্ড ২৭০৩.৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
এই ক্ষেত্রের বিকাশে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা। এই সব প্রকল্পের লক্ষ্য মৎস্য চাষ ক্ষেত্রে কাঠামোগত খামতি দূর করা। গড়ে তোলা হয়েছে ন্যাশনাল ফিশারিস ডিজিটাল প্ল্যাটফর্ম।
মৎস্য চাষ ক্ষেত্রের উন্নয়নে গড়ে তোলা হয়েছে ফিশারিস অ্যান্ড অ্যকোয়াকালচার পরিকাঠামো বিকাশ তহবিল।ঋণের সুবিধা এবং এসংক্রান্ত নিশ্চয়তা কর্মসূচিও চালু করেছে সরকার। রয়েছে ডিজিটাল নজরদারির ব্যবস্থা। গড়ে তোলা হচ্ছে একের পর এক ক্লাস্টার এবং অ্যাকোয়া পার্ক। বিভিন্ন রাজ্যে ১১ টি অ্যাকোয়া পার্ক প্রকল্প বাবদ মঞ্জুর হয়েছে ৬৮২.৬০ কোটি টাকা। মৎস্য চাষ ক্ষেত্রে স্টার্টআপ সংস্কৃতিরও প্রসার চায় সরকার।
২০২৫-এর জুলাই পর্যন্ত মৎস্য চাষ ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ১৬৩ টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ মোট খরচ ধরা হয়েছে ৬২৭৩.৩১ কোটি টাকা।
মৎস্য চাষ ক্ষেত্রে প্রযুক্তির প্রসারেও উদ্যোগী সরকার। বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে আধুনিক মৎস্য বন্দর। এই বন্দরগুলিকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বেরও ব্যবস্থা করা হচ্ছে।
সব মিলিয়ে বলতে গেলে, নীতিগত হস্তক্ষেপে ভারতের মৎস্য চাষ ক্ষেত্র দ্রুত এগিয়ে চলেছে।
তথ্যসূত্র
মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রক
মৎস্য দপ্তর
https://dof.gov.in/sites/default/files/2025-04/AnnualReport2025English.pdf
https://dof.gov.in/sites/default/files/2021-10/Reform_Booklet_English.pdf
https://dof.gov.in/fidf
PM India.gov
PM’s address in the 124th Episode of ‘Mann Ki Baat’ | Prime Minister of India
জাতীয় ফিশারি বিকাশ পর্ষদ
https://nfdb.gov.in/PDF/100%20SSS%20English.pdf
https://nfdb.gov.in/PDF/PMMSY-Guidelines24-June2020.pdf
https://nfdb.gov.in/PDF/06_Ras%20Booklet%20Eng.pdf
https://www.nfdb.gov.in/PDF/Biofloc%20booklet%20v6.pdf
লোকসভায় প্রশ্নোত্তর
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1422_vx99Ty.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1413_DS01Ap.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU4924_euUXep.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU429_1EhxCL.pdf?source=pqals
পিআইবি প্রেস বিজ্ঞপ্তি
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152138&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061196
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130598
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154915&ModuleId=3
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2117744
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112266
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149135
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149640
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106230
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110275
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117260
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155190
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149639
পিডিএফ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/aug/doc2025823619101.pdf
SSS/ AC/SG
(Backgrounder ID: 155485)
Visitor Counter : 3
Provide suggestions / comments